ফেনীর সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে বাড়ির ছাদ থেকে আনিশা (১১) নামের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) রাতে শিশুর অভিযুক্ত জ্যাঠাতো ভাই নিশানকে (১৭) ঘটনার দিন রাতে গ্রেফতার করা হয়।

তবে পুলিশ ধারণা করছে, ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এর আগে বাড়ির ছাদে আনিশার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নিহত শিশু সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে। তারা দুই বোন ও এক ভাই। আনিশা স্থানীয় একটি মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি নিজাম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, স্কুলছাত্রীর গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি প্যাঁচানো ছিল। এ ঘটনার অভিযোগে নিহত স্কুলছাত্রীর জ্যাঠাতো ভাইকে আটক করেছে পুলিশ। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার হয়েছে।

হোসাইন আরমান/এনএ