রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে মো. কৌশিক ইসলাম নামে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে ধান কুড়াতে গিয়ে বজ্রাঘাতে শিশুটির মৃত্যু হয়। শুক্রবার (৭ মে) বিকেলে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার জোতবাজ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৌশিক ইসলাম জোতবাজ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, ঈদ ঘনিয়ে আসায় কয়েকদিন ধরে নতুন জামা কাপড় কেনার জন্য বায়না ধরেছিল কৌশিক। কিন্তু অভাবের কারণে কৌশিককে ঈদে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না তার মা-বাবার। এ কারণে দুদিন ধরে সে বাড়ির পাশের বিস্তীর্ণ এলাকার বোরো ধান কাটা জমিতে পড়ে থাকা ধান ও ইঁদুরের গর্তে থাকা ধান সংগ্রহ করে আসছিল। সংগ্রহ করা ধান বিক্রি করেই ঈদের নতুন পোশাক কেনার কথা ছিল কৌশিকের। 

শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে ধান কুড়াতে যায় শিশু কৌশিক। বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, শিশু কৌশিক মূলত পরিবারের অভাব অনটনের কারণে জমিতে ঝরে পড়া ধান কুড়াতে গিয়েছিল। ওই ধান বিক্রি করে ঈদের জামা কাপড় কেনার কথা ছিল। কিন্তু শুক্রবার বিকেলে ধান কুড়ানোর সময়ে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। এটি হৃদয়বিদারক ঘটনা।

ফরহাদুজ্জামান ফারুক/আরএইচ