নসিমন উল্টে প্রাণ গেল দুই ভাইয়ের
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শুত্রাহাটি এলাকায় গরুভর্তি নছিমন উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (০৮ মে) বিকেলে শুত্রাহাটি বাজারের উত্তর কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত হারান খানের ছেলে ওসমান আলী (৫৫) ও নূর ইসলাম (৩৮)।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, চান্দাইকোনা বাজার থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন ওসমান আলী ও নূর ইসলাম। পথে হঠাৎ নছিমনটি উল্টে গেলে ওসমান গনি ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নুরুল ইসলাম।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম হিরো ঢাকা পোস্টকে বলেন, নিহতরা গরু ব্যাবসায়ী। চান্দাইকোনা হাট থেকে গরু কিনে নিয়ে আসার পথে নসিমন উল্টে তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আমিও জানি না কয়জন মারা গেছেন। তবে তথ্য নেওয়ার চেষ্টা করছি।
শুভ কুমার ঘোষ/আরএআর