গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ— এই স্লোগানে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুজন (সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটি নেত্রকোনার আয়োজনে এ কর্মসূচির পালিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে ছাত্র-শিক্ষক, সাংবাদিক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সুজন নেত্রকোণা জেলার সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সকল নাগরিক সেবার সঠিক বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন— ময়মনসিংহ বিভাগীয় সুজনের সদস্য বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো কামরুল হাসান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক নেত্রকোণা সরকারি কলেজের অধ্যাপক ননী গোপাল সরকার, বেলা নেটওয়ার্ক সমন্বয়ক মো. মুস্তাকিন বিল্লাহ, কবি এনামুল হক পলাশ, ব্যবসায়ী জহিরুল কবীর শাহীন, পরিবেশবাদী সংগঠক দেলোয়ার হোসেন, যুব ফোরামের সমন্বয়ক মীর্জা হৃদয় সাগর, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান আকাশ, মো. মুস্তাহিদ অলি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন বিচার বিভাগ থেকে শুরু করে সকল স্থানে এখনও দুর্নীতিবাজদের অবস্থান থাকায় দুর্নীতি মুক্ত হচ্ছে না।
চয়ন দেবনাথ মুন্না/এনএফ