ফাইল ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে ২৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৭৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত  বিভাগের আট জেলায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। ১৭ হাজার নয়জন সুস্থ্ হয়েছেন।

শনিবার (০৮ মে) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে ১ লাখ ২৭ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে রংপুর বিভাগে ১৭ হাজার নয়জন সুস্থ হয়েছেন। বাকিদের হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভাগে ১ লাখ ২৭ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ হাজার ১৭৩ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুুরে ১৪, রংপুরে সাত, কুড়িগ্রামে তিন, নীলফামারীতে দুই, ঠাকুরগাঁওয়ে এক, গাইবান্ধায় এক এবং লালমনিরহাটে একজন আক্রান্ত হয়েছেন।

ডা. আহাদ আলী বলেন, এ পর্যন্ত দিনাজপুুরে পাঁচ হাজার ৫৮৫ জন আক্রান্ত ও ১৩০ জনের মৃত্যু হয়েছে, রংপুরে চার হাজার ৭৩৫ জন আক্রান্ত ও ৮২ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁওয়ে এক হাজার ৬৫০ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধায় এক হাজার ৭২০ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে, নীলফামারীতে এক হাজার ৫৩৮ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু হয়েছে, কুড়িগ্রামে এক হাজার ১৬৮ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু হয়েছে, লালমনিরহাটে এক হাজার ৪৭ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু হয়েছে, পঞ্চগড়ে ৮৩০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়।

করোনা প্রতিরোধে রংপুরে গঠিত নাগরিক কমিটির আহ্বায়ক খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ঝুঁকি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে যত বেশি নমুনা পরীক্ষা করা হবে, তত বেশি করোনা পজিটিভ রোগী বাড়বে। কিন্তু সবার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। সঙ্গে ভীষণ উদাসীনতাও চেপে বসেছে।

ফরহাদুজ্জামান ফারুক/এএম