শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুতে মৃতের সংখ্যা ৩০১ জনে দাঁড়াল। তবে আক্রান্তের সংখ্যা কমেছে। নতুন শনাক্ত হয়েছেন ১৪ জন।

মৃতরা হলেন বগুড়ার গাবতলী এলাকার আব্দুস সাত্তার (৫০) এবং কাহালু উপজেলার মেরিনা আক্তার (৫৫)। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় প্রাণহানি ৩০১ জনে দাঁড়াল।

রোববার (০৯ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘণ্টায় ১৭০ নমুনা পরীক্ষায় ১৪ জন শনাক্ত হয়েছেন। ১৪ জনের মধ্যে সদরের ১২ জন বাকি দুজন দুপচাঁচিয়ার। আক্রান্তের হার ৮ দশমিক ২৩ শতাংশ। সুস্থ হয়েছেন ৩৩ জন।  

ডা. তুহিন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে ১৬৩টি নমুনায় ১৩ জনের পজিটিভ এসেছে। টিএমএসএসে ৭ নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৭৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৯২ জন। চিকিৎসাধীন ৫৮৬ জন।

সাখাওয়াত হোসেন জনি/এএম