নাজমুল আহমেদ

হেফাজতে ইসলামের তাণ্ডবের জেরে এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদকে বদলি করা হয়েছে। রোববার (৯ মে) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে বরিশাল রেঞ্জে যুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি নাজমুলকে সরাইল থেকে বদলি করে বরিশাল রেঞ্জে যুক্ত করা হয়েছে। তবে সরাইলের নতুন ওসির জায়গায় এখনো কাউকে পদায়ন করা হয়নি।

এর আগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিন গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দেয় পুলিশ সদর দফতর। এরপর ২৭ এপ্রিল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো). সাখাওয়াত হোসেনকে গাজীপুর ও জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বিক্ষোভ থেকে গত ২৭ মার্চ সরাইল থানার অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়। এরপর ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালে সরাইল বিশ্বরোড মোড়স্থ খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আজিজুল সঞ্চয়/এসপি