ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গার নতুনপাড়া ও বোয়ালিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো জিহাদ (৫) ও নোমান (৪)। সোমবার (১০ মে) দুপুর ও বিকেলে তাদের মৃত্যু হয়।

সলঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছানোয়ার জানান, নতুনপাড়া গ্রামের মোস্তফার ছেলে নোমান খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে ওঠে। 

এদিকে বিকেল ৩টার দিকে মাঠে খেলতে গিয়ে বোয়ালিয়া বিলের খালের পানিতে ডুবে মারা যায় জিহাদ। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম।

সলঙ্গা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ থানায় জানায়নি।

শুভ কুমার ঘোষ/এএম