ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে হামিদুল ইসলাম (৩৮) ও সোলেমান আলী (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের চরবডাঙ্গা ও দেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া করতোয়া নদীতে এ দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হামিদুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের আরাজি সুন্দরদিঘী এলাকার আব্দুস সামাদের ছেলে। সোলেমান আলী একই উপজেলার দেবীডুবা  ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে হামিদুল সুন্দরদিঘী ইউনিয়নের চরবডাঙ্গা এলাকায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। একই সময়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় সোলেমান আলী করতোয়া নদী খননের ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় তিনিও বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

রনি মিয়াজী/এএম