পুরস্কার ঘোষণার প্রচারণা চালানো হচ্ছে

সুন্দরবনের ভেতরে ও বাইরে বাঘ, হরিণ, কুমির, পাখিসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে সরকার। সে লক্ষ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় প্রচার-প্রচারণার শুরু করেছে বন বিভাগ।

সরকার ঘোষিত গেজেটে বলা হয়েছে, বাঘ হত্যাকারীকে বনের ভেতরে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা, বনের বাইরে অপরাধীকে ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বনের মধ্যে কুমির হত্যাকারীকে ধরিয়ে দিলে ৩০ হাজার টাকা, বনের বাইরে ধরিয়ে দিলে পুরস্কার ১৫ হাজার টাকা। হরিণ শিকারিকে বনের মধ্যে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার এবং বনের বাইরে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভেতরে ১০ হাজার টাকা ও বনের বাইরে ৮ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, ২০২০ সালের ৪ নভেম্বর সরকারের বন ও পরিবেশ অধিদফতর গেজেটের মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী হত্যাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করে। তবে বিষয়টি সেভাবে বড় পরিসরে প্রচার-প্রচারণা করা হয়নি। সোমবার (১০ মে) দুপুর থেকে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, সুন্দরবনের এসব অপরাধীদের সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দিলে তথ্যদাতার নাম পরিচয় গোপন থাকবে। তাছাড়া তাদেরকে পুরস্কৃত করা হবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান বলেন, সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বনকর্মীরা তৎপর রয়েছে। বনাঞ্চল ও বনের বাইরের এলাকা বিষ দিয়ে মাছ ধরা, বন্যপ্রাণী হত্যা, ফাঁদ দিয়ে হরিণ ও বাঘ শিকার বিষয়ে তথ্য দিলে পুরস্কৃত করা হবে।

আকরামুল ইসলাম/এইচকে