ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত আলামিনের লাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলামিন নামে এক ট্রাক হেলপারের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন (১৮) উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন এলাকার মুছের আলীর ছেলে। 

জীবননগর থানা পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকটি ব্যাক গিয়ারে পেছনে নেয় চালক। এ সময় পিছনে দাঁড়িয়ে থাকা হেলপার আলামিন ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোষ্টকে বলেন, হেলপার আলামিন ট্রাকের পিছনে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকচালকের অসাবধানতায় ট্রাকটি পিছনে নিলে চাকার নিচে পড়ে আলামিন। এতে আলামিনের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, রাতেই মরদেহটি জীবননগর থানায় নেওয়া হবে। আজ (মঙ্গলবার) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি আল মাসুম বলেন, আলামিনের মাথা পিষ্ট হয়ে ঘিলু বের হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আফজালুল হক/এইচকে