করোনাভাইসরাস প্রতিরোধে দেশের সকল সীমান্ত বন্ধ রাখা হলেও বিভিন্ন কৌশলে ভারত থেকে দেশে আসছে লোকজন। ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসা হবিগঞ্জের ৮ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

সোমবার (১০ মে) তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

স্থানীয়রা জানান, জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের একই পরিবারের বাবা-ছেলেসহ ৪ জন ভারতের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর নিয়ে হবিগঞ্জে আসে। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ জানতে পেরে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, কোয়ারেন্টাইনে থাকা ৪ জন ভারতে একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরে আসে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখেছে। 

এদিকে চুনারুঘাট উপজেলার আরও ৪ জন একইভাবে ভারত থেকে দেশে আসায় তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না শনাক্তের জন্য তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ভারত থেকে আসা সবারই নমুনা নেওয়া হবে। রিপোর্ট নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের ছেড়ে দেওয়া হবে এবং পজিটিভ এলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। 

মোহাম্মদ নুর উদ্দিন/এসপি