‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। করোনাকালীন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা মানুষের পাশে ছিলেন। করোনা, বন্যার সময় সব দুর্যোগ জনগণকে নিয়ে মোকাবিলা করেছি। আপনাদের ভালোবাসায় ঢাকা থেকে ছুটে এসেছি। গ্রামকে শহরে পরিণত করতে সরকার কাজ করছে।’

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টায় নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২০০ শ্রমিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদানকালে এমনটা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, গ্রামের মানুষ এখন সব সুবিধা পাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেটসহ সব সুবিধা এখন গ্রামে। যা সরকারের অনন্য অবদান।

করোনার সময় সিংড়া পৌরসভার মেয়র জনগণের পাশে ছিলেন, সাধারণ শ্রমিকদের পাশে ছিলেন, ৫৫ দিন ঘরের বাইরে থেকে তিনি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উল্লেখ করে পলক বলেন, বৈষম্য দূর করতে আমরা ঐক্যবদ্ধ। শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করছি। শ্রমিকদের মালিকে পরিণত করেছি। শত শত শ্রমিক মালিক হয়েছেন। মানুষকে সেবা করার মানসিকতা তৈরি করেছি আমরা। কথা নয়, কাজে পরিণত করেছি। শ্রমিকদের প্রশিক্ষিত ও স্বাবলম্বী করতে আমরা কাজ করছি।

দেশের ৭৬ হাজার পরিবারের কাছে ২৫০০ টাকা মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে সভায় জানান তিনি।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ৩১টি সংগঠনের শ্রমিকনেতারা।

তাপস কুমার/এনএ