জাহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা

গরুর ব্যাপারী জাহান আলীর সাড়ে তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী রুপশি খাতুন বাপের বাড়ি চলে গেছেন। সোমবার (১০ মে) রাতের এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান জাহান আলী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, ২১ বছর আগে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চকপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে জাহার আলীর সঙ্গে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের আলী হোসেনের মেয়ে সামেনার বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। ২০১৬ সালে ছোট আড়িয়া গ্রামের মুস্তাকের মেয়ে রুপশিকে বিয়ে করেন জাহান। এই ঘরে এক সন্তান রয়েছে।

সামেনা খাতুন বলেন, একই বাড়িতে আলাদা ঘরে থাকতাম। বেশির ভাগ সময় ছোট স্ত্রীর কাছেই থাকতেন এবং তার ঘরে খাবার খেতেন জাহান। কিছুদিন আগে ব্যাপারীদের কাছ থেকে তিন লাখ টাকা ধার করে কয়েকটি গরু কেনেন। সোমবার গরু বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা দ্বিতীয় স্ত্রীর কাছে রাখেন। রাতেই রুপশি উধাও হয়ে যান। এখনো তার সন্ধান পাইনি আমরা। 

তিনি আরও বলেন, রুপশির আগে বিয়ে হয়েছিল। প্রতারণা করে আমার স্বামীর টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ব্যাপারীদের টাকা দেওয়ার চাপে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন জাহান।

তিতুদহ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কুদ্দুস বলেন, গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু বিক্রির টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন বলে প্রাথমিক তদন্তে জেনেছি। এরই মধ্যে দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান জাহান আলী।

আফজালুল হক/এএম