টাঙ্গাইলে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল বাইপাস এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের নগর জলপাই এলাকায় এই আগুন লাগে।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস সূ‌ত্রে জানা গে‌ছে, উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী ব‌রিশালের জ‌সিম মিয়া না‌মের এক ব্যক্তির প্রাই‌ভেটকারে (ঢাকা মেট্রো গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লে‌গে যায়। প‌রে খবর পে‌য়ে টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস ও ডি‌ফেন্সের স্টেশন অফিসার মো. আশিকুর রহমানের নেতৃ‌ত্বে ফায়ার সা‌র্ভিসের দুই‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে পৌ‌ছে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

ত‌বে গা‌ড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না। এ ঘটনায় চালক গা‌ড়ি থে‌কে নে‌মে গে‌লে প্রা‌ণে রক্ষা পায়। ত‌বে গা‌ড়ি‌টি সম্পন্ন পু‌ড়ে গে‌ছে। ই‌ঞ্জিনের ওভার হি‌টের কার‌ণে আগুন লে‌গে‌ছে ব‌লে ধারণা কর‌ছে ফায়ার সা‌র্ভিস। 

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস স্টেশনের অফিসার মো. আশিকুর রহমান জানান, খবর পে‌য়েই  ফায়ার সা‌র্ভিসের দুটি ইউ‌নিট দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। এসময় গা‌ড়ি পু‌ড়ে যায়। গা‌ড়িতে চালক একাই ছিলেন। গা‌ড়ি‌টি ঢাকা থে‌কে ঠাকুরগাঁও গি‌য়ে যাত্রী না‌মিয়ে আবারও ঢাকার দি‌কে যা‌চ্ছিল।

শুভ কুমার ঘোষ/অভিজিৎ ঘোষ/ওএফ