সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঈদে বাড়ি ফেরা হলো না দুই পোশাকশ্রমিকের। বরিশালের গৌরনদী উপজেলার অশোকাঠি এলাকায় থ্রি-হুইলারে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের। বুধবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আলামিন (৩২) ও বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল আর থ্রি-হুইলারটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে গৌরনদী উপজেলার অশোকাঠি এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত হন। এছাড়াও বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর এক যাত্রী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ওসি জানান, থ্রি-হুইলার ও বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়েছেন। 

পুলিশ জানায়, চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করতেন হতাহতরা। সরকারি নির্দেশনায় দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটিতে বিভিন্ন মাধ্যমে বরিশালে বাড়ির উদ্দেশ্যে আসতে থাকেন তারা। মাদারীপুর থেকে থ্রি-হুইলারে বরিশালে আসার পথে গৌরনদীতে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর