পটুয়াখালীর দশমিনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাজল রেখা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। বুধবার (১২ মে) রাত ১০টার দিকে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, গত সোমবার (১০ মে) রাত ১১টা ১০ মিনিটে কাজল রেখাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (১১ মে) রাত ১১টা ৫০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাজল রেখা দশমিনার গছানী এলাকার হারুন খানের স্ত্রী। এ নিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল আটজন। 

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন আরও জানান, গত চার মাসে জেলায় ১০ হাজার ৭৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিপূর্ণ সুস্থ হয়েছেন ১০ হাজার ৬০৩ জন। ডায়রিয়া প্রতিরোধে ৮৬টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। ১০০০ সিসি স্যালাইন ৯ হাজার ৮২৩টি ও ৬ হাজার ৩৬৫টি ৫০০ সিসির আইভি স্যালাইন মজুত রয়েছে। আগের তুলনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর