সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ার প্রায় পাঁচ হাজার পরিবার বৃহস্পতিবার (১৩ মে)  ঈদুল ফিতর উদযাপন করছে। এসব পরিবার এলাকায় ‘চান টুপির’ লোক হিসেবে পরিচিত। তারা মূলত কাদরিয়া চিশতিয়া তরিকতের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের নামাজের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ আরিফ এতে ইমামতি করেন। 

জামাতে ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী ও পাঁচজুনিয়া গ্রামের চান টুপির লোকেরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া এবং আজিমদ্দিন গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারে এ তরিকার ১৫ হাজার লোক বসবাস করেন।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মো. নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলিয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকতের অনুসারী। যার কারণে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা শুরু করেন এবং ঈদও উদযাপন করেন।

কাজী সাঈদ/আরএআর