সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লাসহ সিলেট মহানগরের ১০৪৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

টানা এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার (১৪ মে) পালিত হবে মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদুল ফিতর। করোনা সংক্রমণের কারণে সিলেটে কোনো ঈদগাহে বা উন্মুক্ত স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লাসহ সিলেট মহানগরের ১১৪৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়, বুরহান উদ্দিন মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, কালেক্টরেট জামে মসজিদে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়, জর্জকোট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, লালদিঘীর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সুবহানীঘাট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়।

কাঁচাবাজার সুবহানীঘাট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মীরবক্সটুলা জামে মসজিদে সকাল ৮টায়, ভার্তখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, খোজারখলা জামে মসজিদে সকাল ৯টায়, কদমতলী জামে মসজিদে সকাল ৮টা ও পৌনে ৯টায়, খালেরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বরইকান্দি জামে মসজিদে সকাল ৮টায়, দারুস সালাম জামে মসজিদে সকাল ৭টা ১০ ও ৮টা ১০ মিনিটে, নয়াসড়ক জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নাইওরপুল মসজিদে সকাল পৌনে ৮টায়, টুকের বাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়, পীরপুর মসজিদে সকাল পৌনে ৯টায়, নূরিয়া জামে মসজিদ মদিনাতে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

ঈদের দিন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে নগরে অবস্থান করবে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের ঢাকা পোস্টকে বলেন, সিলেট মহানগরে এবার ১০৪৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কোনো ঈদগাহে বা খোলা ময়দানে ঈদের জামাত হবে না। পাশাপাশি ফাঁকা নগরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর পুলিশের সকল ছুটি বাতিল করা হয়েছে। মহানগরে প্রায় তিন হাজারের বেশি পুলিশ অবস্থান করবে।

তুহিন আহমদ/এএম