খুলনায় আধাঘণ্টার ব্যবধানে আরও দুইজনের মৃত্যু
খুলনায় মাত্র আধাঘণ্টার ব্যবধানে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন, জালাল উদ্দীন (৬০) ও শহিদুল সানা (৫৯)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৪৬ জনের মৃত্যু হলো।
বিজ্ঞাপন
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩৫ মিনিটে শহিদুল সানা (৫৯) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর লবনচরা থানাধীন বেকারি পাড়া এলাকার বাসিন্দা শাহান সানার ছেলে। গত ১০ মে করোনা আক্রান্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর মাত্র ২০ মিনিট আগে বিকেল সোয়া ৫টায় একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর ৪০/১ ইকবাল নগর এলাকার আঃ জলিলের ছেলে জালাল উদ্দীনের (৬০) মৃত্যু হয়। তিনি গত ২৭ এপ্রিল করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএএস