যশোরের বেনাপোল বন্দরে এক মাদকসেবীর প্রাইভেটকারের চাপায় ফজলু রহমান (৫৫) নামে বন্দরের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালক বকুলকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করেছে।

শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ১১টায় বেনাপোল বন্দরের রহমান চেম্বারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অভিযুক্ত বন্দরের রহমান চেম্বারের মালিক ও বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, বন্দর পণ্যগারের নিরাপত্তা সংস্থা পিমার সদস্য ছিলেন ফজলু। বন্দরে দায়িত্ব পালন শেষে রাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পৌঁছালে দ্রুতগামী প্রাইভেটকার চালক বকুল মাদকসেবনরত অবস্থায় তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে নিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে তিনি মারা যান। পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করে।

এদিকে নিহতের স্বজনরা ঘাতক চালকের শাস্তির দাবিতে রাতে বেনাপোল সড়কে মিছিল করেছেন।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, ঘাতক চালক মাদকসেবন করে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আতাউর রহমান/এসএসএইচ