বগুড়ায় বিকেলে ঝগড়া, রাতে ঝুলন্ত মরদেহ
বগুড়ায় বিকেলে বাসার ছাদে স্বামী ডনের সঙ্গে ঝগড়া হয় আলপনা আক্তারের (১৬)। পরে রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতীনগর চানমারি ঘাট এলাকায় গৃহবধূর বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই এলাকার আব্দুর রহমান ডনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ওই দম্পতি একটি তিন তলা ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন। শুক্রবার বাসার ছাদে তাদের ঝগড়া হয়। স্বামী বাইরে চলে যাওয়ার পর আলপনা বাথরুমে গিয়ে কোনো এক সময় আত্মহত্যা করে।
সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলপনা আক্তারের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সাখাওয়াত হোসেন জনি/এসএসএইচ