এতিম শিশুদের নিয়ে অন্যরকম ঈদ উদযাপন
প্রতিবছর গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্র ও মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম ফেরদৌস ফুয়াদ। তবে এবার ব্যতিক্রমভাবে ঈদ উদযাপন করলেন তিনি। নিজ উপজেলা ফুলবাড়িয়ায় না গিয়ে নগরের একটি এতিমখানার শিশুদের নিয়ে দিনভর আনন্দ-উৎসবের মাধ্যমে ঈদের দিনটি উদযাপন করেছেন ফুয়াদ।
শুক্রবার (১৪ মে) ঈদের নামাজ শেষ করেই ফুয়াদ চলে যান নগরীর রহমতপুর বাঘেরকান্দা রওজাতুল কোরআন এতিমখানায়। সেখানে তিনি আগেই ব্যবস্থা করে রেখেছিলেন ৮০ জন শিশুর জন্য দুপুরের খাবারের। তাতে ছিল পোলাও, মুরগির রোস্ট আর গরুর মাংস। এখানেই শেষ নয়, খাওয়া দাওয়া শেষে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। যেখানে অংশ নিয়ে উচ্ছ্বাসে মাতে বাবা-মা হীন এই কোমলমতি শিশুরা। পরে তাদের মধ্যে বিনামূল্য বিতরণ করা হয় মাস্কও।
বিজ্ঞাপন
ব্যতিক্রমী এই আয়োজনের ব্যাপারে জানতে চাইলে ফুয়াদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের যাদের বাবা-মা কিংবা পরিবার রয়েছে তারা ঈদে তাদের কাছেই ছুটে যাই। স্বজন-বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটাই। কিন্তু এই এতিম শিশুদের এখানেই পড়ে থাকতে হয়, তারা বঞ্চিত হয় ঈদের আনন্দ থেকে। এই ভাবনা থেকেই তাদের সঙ্গে নিয়ে এবারের ঈদের আনন্দটা ভাগাভাগি করার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র আয়োজন। যেন তারা পরিপূর্ণভাবে ঈদের আনন্দ খুঁজে পায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি নিজেও অনেক বেশি আনন্দিত এমন আয়োজন করতে পেরে। কোমলমতি এই এতিম শিশুদের সংস্পর্শে আমি অন্যরকম এক ঈদ উপভোগ করেছি। আর এ আয়োজনে দিকনির্দেশনা ও সার্বিকভাবে সহযোগিতা করায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উবায়দুল হক/এসএসএইচ