গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল নারীর
গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে গরুর শিংয়ের গুঁতোয় মুসলিমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুসলিমা খাতুন মহিষাখোলা গ্রামের বজলুর রহমানের স্ত্রী। এক সন্তানের জননী মুসলিমার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
বিজ্ঞাপন
নিহতের স্বামী বজলুর রহমান জানান, প্রতিদিনের মতোই মুসলিমা আজ দুপুরে গরুর গোয়াল ঘর পরিস্কার করছিল। এসময় গরুর সামনে গেলে তাকে শিং দিয়ে গুঁতো মারে। গরুর শিংয়ের গুতোই মুসলিমা মারাত্মক আহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএএস