ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত বাসে আগুন
তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে আধা ঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিজ্ঞাপন
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সরাইল বিশ্বরোড মোড়ে কিছু যাত্রী নামিয়ে কিছু দূর অতিক্রম করার পরপরই বাসটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই বাসটিতে আগুন লেগেছে।
বিজ্ঞাপন
আরএআর