ভেঙে গেছে বৃদ্ধের ঘর, পাশে দাঁড়ালেন কাদের মির্জা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখে অসহায় বৃদ্ধ টিক্কা বাবুর পাশে দাঁড়ালেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার (১৫ মে) বিকেলে তিনি ওই বৃদ্ধকে ১ লাখ টাকা অনুদান দেন।
এর আগে শনিবার (১৫ মে) সকাল ১০টায় আবু নাসের ওয়াসিম নামে এক ব্যক্তি মেয়র আবদুল কাদের মির্জার সুদৃষ্টি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়। পোস্টটি কাদের মির্জার নজরে এলে তিনি বৃদ্ধ টিক্কা বাবুর বাড়িতে ছুটে যান।
বিজ্ঞাপন
আবদুল কাদের মির্জা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ সকালে একটি পোস্টে দেখি চরকাঁকড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে টিক্কা বাবুর ঘর পড়ে গেছে। পোস্টটি দেখে তার বাড়িতে ছুটে যাই। ঘর নির্মাণ করার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় এক লাখ টাকা অনুদান দিই।
বিজ্ঞাপন
টিক্কা বাবু বলেন, রাতে হঠাৎ করে ঘরটি ভেঙে পড়ে। বর্তমানে আমার থাকার কোন ঘর নেই। মেয়র মহোদয় আমার পাশে দাঁড়িয়েছেন। আমি উনার কাছে কৃতজ্ঞ থাকব।
হাসিব আল আমিন/এসপি