সাবেক পিপি খন্দকার শাহজাহান আর নেই
খন্দকার শাহজাহান
কিশোরগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খন্দকার শাহজাহান আর নেই। রোববার (১৬ মে) বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক (পিপি) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খন্দকার শাহজাহান কিছু দিন আগে স্ট্রোক করেন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ মে) বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ মাগরিব পাগলা মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ওই মসজিদের কবরস্থানে দাফন করা হবে।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এসপি