যশোরের শার্শায় উপজেলার বেনাপোল সীমান্তে রুমা নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১৬ মে) সকালে পোর্ট থানা পুলিশ নিহতের মরদেহ শিবনাথপুর বারোপোতা গ্রামের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে।

রুমা বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের আরিফুল ইসলাম টুটুলের স্ত্রী ও একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

রুমার চাচাতো ভাই শামিম হোসেন জানান, টুটুল নেশা করায় রুমার সঙ্গে ভাল সম্পর্ক ছিল না। রুমার মরদেহ গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। আর পা খাটের সঙ্গে মিশেছিল। তা দেখে সহজেই বোঝা যায় রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। নেশার টাকা না পেয়ে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। যদি হত্যার রিপোর্ট আসে তখন সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আতাউর রহমান/এসপি