গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ঝালকাঠির মনোরঞ্জন রায়ের মেয়ে স্বপ্না রায় (৩০)। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, কয়েক বছর আগে স্বপ্না রায়ের বিয়ে হয়। এক পর্যায়ে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। ওই সংসারে তার দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তিনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অভাব অনটন দূর করতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন মেসে রান্নার কাজ শুরু করেন। ইতোমধ্যে এলাকার এক ব্যক্তি তাকে মাঝে মধ্যে বিয়ের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি হননি।

রোববার (১৬ মে) সকালে স্বপ্না নিজ বাসা থেকে বের হয়ে রান্নার কাজে যাচ্ছিলেন। এ সময় দত্তপাড়া এলাকায় রাস্তায় ওৎ পেতে থাকা ওই ব্যক্তি তার গতিরোধ করে এবং তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়। এতে স্বপ্না রায় রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই স্বপ্না রায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

অতিরিক্ত রক্তক্ষরণে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত ও গ্রেফতারের স্বার্থে আগেই ঘাতকের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে ঘাতক স্থানীয় এক সাইকেল মেকানিক দোকানের মালিক বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিহাব খান/এসপি