খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসুমের আগে মেরামত ও প্রয়োজনীয় জিও ব্যাগ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। রোববার (১৬ মে) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আরও বলেন, খুলনা জেলা মডেল মসজিদের ইমাম নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা, জমি আছে ঘর নাই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগী দ্রুত নির্বাচন করা এবং জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের ১০ শতাংশের প্রতিস্থাপন কাজ অবিলম্বে শেষ করার জন্য নির্দেশনা দেন।

এছাড়া জনভোগান্তি দূর করতে খুলনা ওয়াসার পানির মান নিশ্চিত করা, মুজিব কেল্লা দ্রুত সংস্কার, সুনিদিষ্ট সময়ের আগে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান শেষ করা এবং সরকারি দপ্তরসমূহকে আরও জনবান্ধব করতে সকলকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী খুলনা জেলায় কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ৫৩৫ জনের মধ্যে ১৬১ জনের মেয়াদ শেষ হওয়ায় তারা বাড়িতে ফিরে গেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান সভায় বলেন, এ বছর বোরো মৌসুমে জেলায় হেক্টর প্রতি ধানের গড় উৎপাদন ৪ দশমিক ৫ মেট্রিক টন এবং মোট ফলন ২ লাখ ৭০ হাজার ৭০৮ মেট্রিক টন যা লক্ষমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, খুলনা জেলায় এ মৌসুমে ১৭ হাজার ৫২২ মেট্রিক টন চাল ও আট হাজার ৯৫৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রার বিপরীতে গত বৃহস্পতিবার পর্যন্ত ৪৫০ মেট্রিক টন চাল এবং ৩৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা বেশি দেখা যায়। এসময় সুন্দরবন সংলগ্ন এলাকার ভূমিহীন জেলেদের কাছে কীটনাশক বিক্রি বন্ধ করা ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর অভিযান জোরদার করা প্রয়োজন।

জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, সমাজসেবা দপ্তরের আওতায় জেলায় এক লাখ ৪৪ হাজার জন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী রয়েছেন। যাদের ৫৫ শতাংশ এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার অর্থ পাচ্ছেন।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খানসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা জুমে সভায় যুক্ত ছিলেন।

মোহাম্মদ মিলন/এমএএস