ফাইল ছবি

যশোর শহরের হোটেল বলাকার কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত বিমল চন্দ্র দে (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বিকেল সোয়া ৩টায় তিনি হোটেলে নিজের শয়নকক্ষে মারা যান। বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিমল চন্দ্র ভারতে যান। ৮ মে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। অসুস্থ অবস্থায় ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বলাকা হোটেলে তাকে রাখা হয়। দুপুরে তার মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, করোনা নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার শরীরে করোনাভাইরাস ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

জাহিদ হাসান/এএম