নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা বিরোধে শহিদ মিয়া নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (১৭ মে) সন্ধ্যায় ইয়াছিন মিয়া নামে (১৩) এক কিশোরের মৃত্যু হয়।

নিহত শহিদ মিয়া কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরাঞ্চলের কাচারিকান্দি গ্রামের মনার বাড়ি ও ফাজিলার বাড়ির মধ্যে বিবাদ চলে আসছিল। এর মধ্যে গত কয়েকদির ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের সমর্থকরা টেঁটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সারা রাত সংঘর্ষ চলে এবং মঙ্গলবার ভোর ৬টার দিকে টেঁটার আঘাতে জহির মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।

জহির উদ্দিন নাসিম নামে স্থানীয় একজন বলেন, দীর্ঘদিনের বিবাদ চলছিল গ্রামে। গতকাল থেকেই মারামারি। গতকাল সন্ধ্যায় গুলি লেগে এক শিশু মারা যায় এবং মঙ্গলবার সকালে টেঁটার আঘাতে জহির মিয়া নামে আরও একজন মারা যায়।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সকালে আরও একজন মারা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

রাকিবুল ইসলাম/এসপি