ফাইল ফটো

বগুড়ায় যাত্রী বেশে শাহীনুর রহমান নামে এক রিকশাচালককে অপহরণ করে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মে) দিবাগত রাতে শহরের জামিলনগর এলাকার তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এনায়েত রহমান। রিকশাচালক শাহীনুরের বাড়ি সদর উপজেলার পাটিতাপাড়া গ্রামে।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সেউজগাড়ী মোড় থেকে তিন যুবক যাত্রী বেশে শাহীনুরের অটোরিকশায় উঠে জামিলনগর তালতলা এলাকায় নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে তার মুঠোফোন থেকে স্ত্রীকে কল করে ১০ হাজার টাকা দাবি করে। পরে বিকাশে ১০ হাজার টাকা পাঠানো হলে তা জামিলনগর এলাকার এক দোকান থেকে উঠিয়ে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে শাহীনুরের স্ত্রী ৯৯৯ এ কল করে ঘটনা জানালে পুলিশ দ্রুত মোবাইল ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। 

মঙ্গলবার দুপুরে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এনায়েত রহমান জানান, আমারা বিষয়টি জানার পর  দ্রুত সেখানে গিয়ে শাহীনুরকে উদ্ধার করেছি। তবে এর আগে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ তারা পাননি।

সাখাওয়াত হোসেন জনি/এমএএস