যে যেভাবে পারছেন চাকরি বাঁচাতে আসছেন
ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা
ঈদফেরত যাত্রীর চাপ কমেনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথে। মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। ফেরিতে ভালোভাবে নদী পার হলেও সড়কে ভোগান্তিতে পোহাতে হয়। যে যেভাবে পারছেন চাকরি বাঁচাতে আসছেন ঢাকায়। তবে কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর চাপ কম বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৬টি ফেরি চলাচল করায় যাত্রীর চাপ নেই পাটুরিয়ায়। কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর চাপ কম।
স্থানীয় সূত্র জানায়, ঈদের পর দিন থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে পাটুরিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় ফিরছেন। ঢাকামুখী এসব যাত্রী অনায়াসে ফেরিযোগে নদী পারাপার হতে পারলেও দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে বাস, প্রাইভেটকার, পিকআপে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন।
বিজ্ঞাপন
ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচল করছে ছোট বড় ১৬টি ফেরি। দুর্ভোগ ছাড়াই পদ্মা পার হতে পারছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ফেরি পারাপারে তেমন ভোগান্তি নেই। তবে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ফেরিঘাট থেকে নবীনগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকায় যেতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। গণপরিবহন বন্ধ থাকায় ছোটগাড়ির চালকদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ঢাকায় ফিরছেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ আছে। তবে কর্মস্থলমুখী যাত্রীর চাপ কম। সবগুলো ফেরি চলাচল করায় যাত্রীরা ভোগান্তি ছাড়াই নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে যেতে পারছেন। দৌলতদিয়ায় যানবাহনের চাপ থাকায় পাটুরিয়া থেকে ফেরি পাঠাতে বলা হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, মহাসড়কে শৃঙ্খলারক্ষায় পুলিশ সদস্যরা কাজ করছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখনো কোনো যাত্রী অভিযোগ করেননি। আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীরা হয়তো বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন।
সোহেল হোসেন/এএম