চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইনে ভারতফেরত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ভারতফেরত এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা রোকেয়া বেগম নামে এক নারী দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী।
রোকেয়া বেগম গত ১৯ মে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করলে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিজ্ঞাপন
অপরদিকে গত ১২ মে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের মৃত মোশারেফ হোসেনের স্ত্রী আছিয়া খাতুন জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। ১৬ মে নমুনা দিলে পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯০৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৬০ জন।
আফজালুল হক/আরএআর