মাথা গোঁজার ঠাঁই আগুনে পুড়ে ছাই
হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে রয়েছেন এসব পরিবারের সদস্যরা।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে। এর আগে শনিবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন তারা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি সরকারিভাবে কোনো অনুদান পাননি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে মোজাম্মেল হকের বাড়িসহ চার পরিবারের বসতঘর ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথা গোঁজার ঠাঁই হারান এস পরিবারের সদস্যরা। প্রচণ্ড শীতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা।
বিজ্ঞাপন
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও কম্বল দেন তারা। তাছাড়াও সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হবে।
এএম