প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার পাথর্শী, গাইবান্ধা, সাপধরী ও পলবান্ধা ইউনিয়নে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন- পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকার এনামুল, কালা শেখ, শাহ জামাল, সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বিল্লাল, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মফিজল হক ও পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামের জাবেদ আলী। 

স্থানীয় সূত্রে জানা যায়,  বিকেলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় উপজেলার চার ইউনিয়নে পৃথক বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়। এ সময় এক নারীসহ আরও পাঁচজন আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএআর