সোনামসজিদ দিয়ে ফিরলেন আরও ১১ বাংলাদেশি
ভারত থেকে আসা বাংলাদেশিদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে
ভারতে আটকে পড়া আরও ১১ জন বাংলাদেশি ফেরত এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত পৃথকভাবে এই ১১ জন ফিরেছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার আসা ১১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও পজিটিভ আসেনি। এমনকি কারও কারও শরীরে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ডা. জাহিদ নজরুল চৌধুরী আরও জানান, ফেরত আসা ১১ জনকেই জেলা শহরের শান্তিমোড়স্থ হোটেল আল নাহিদ ভবনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এ নিয়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। এর আগে গত বুধবার (১৯ মে) হঠাৎ করেই সোনামসজিদ দিয়ে আসে ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি।
সিভিল সার্জন আরও জানান, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ১৩ দিনের মাথায় আবার পরীক্ষা করার পর নেগেটিভ আসলে ১৪ দিন শেষে ছাড়পত্র পাবেন। তবে কারো পজিটিভ আসলে আইসোলেশনে পাঠানো হবে। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশি পাহারাও ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দিনব্যাপী ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় কার্যক্রমে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিব-আল-রাব্বি।
তিনি জানান, বুধবার ২৪ জনের পর বৃহস্পতিবার আরও ১১ জন ফেরত এসেছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল বন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আসতে পারবেন। গত রোববার থেকেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া শুরু হয়েছে।
জাহাঙ্গীর আলম/এমএসআর