বাবা-মায়ের ঝগড়ার বলি দুই বছরের শিশু
নরসিংদীতে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে সাদিয়া ইসলাম তানহা নামে (২) এক শিশুকে গলা টিপে হত্যা করেছে তার মা। ১৩ মে নরসিংদী সদরের বানিয়াছল এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ মে) আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ। নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার (১৭ মে) এ ঘটনায় ওই শিশুর বাবা মো. সোহাগ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
নিহত শিশু সাদিয়া ইসলাম তানহা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো.সোহাগ মিয়া ও কোহিনূর বেগমের মেয়ে। অভিযুক্ত কোহিনূর বেগম (২৪) নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকার আবদুর রউফ মিয়ার মেয়ে।
পুলিশের দেওয়া তথ্য মতে, ১৩ মে সন্ধ্যায় বানিয়াছলের ভাড়া বাসায় ঈদের আগের দিন কেনাকাটাকে কেন্দ্র করে সোহাগ মিয়া ও তার স্ত্রী কহিনূর বেগমের মধ্যে কলহ সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে শিশু তানহার গলা চেপে ধরে কহিনূর। পরে মরদেহ বাবার বাড়ি রায়পুরার দড়ি হাইরমারা এলাকায় রেখে পালিয়ে যায় কহিনূর।
বিজ্ঞাপন
সোমবার ওই শিশুর বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। এক ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর দ্রুত মামলা তদন্ত করে মঙ্গলবার (২০ মে) দুপুরে নরসিংদী মডেল থানা থেকে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়।
নরসিংদী মডেল থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, শিশুটির মা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে জবাবন্দি পেয়েছি। এ ঘটনায় পুলিশ খুব দ্রুত কাজ করেছে। অভিযোগের মাত্র ৩ দিনের মধ্যে ময়নাতদন্ত রিপোর্টসহ সকল কাজ সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করেছে।
রাকিবুল ইসলাম/এসপি