মর্টার শেল পাওয়া জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে কেনা মাটির ভেতরে থেকে মর্টার শেল পেয়েছেন এক ব্যক্তি। কেনা মাটি দিয়ে জমি সমান করতে গিয়ে বৃহস্পতিবার (২০ মে) চারটি মর্টার শেল দেখতে পান নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা। 

মুংলা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪০ ট্রাক মাটি কিনেছিলেন তিনি। মাটি কেনার পর এক মাস জমিতে ফেলে রাখেন। বৃহস্পতিবার বিকেলে বড় গাড়ি দিয়ে মাটি সমান করতে গিয়ে এক এক করে চারটি মর্টার শেল পেয়েছেন।

তিনি আরও জানান, ছোট এক বাচ্চা কাদামাটি মনে করে বাড়ি নিয়ে যেতে চাইছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি মর্টার শেল। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বগুড়া থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করবে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শুক্রবার না হলে শনিবার এগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হবে। 

এর আগে গত ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব দিকে খননকাজ চলা পুকুর থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন ২৮ এপ্রিল দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়। এরপর ৩০ এপ্রিল একই পুকুরে দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার পাওয়া যায়। 

মেশকাত মিশু/আরএআর