শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে ফুচকা খেতে গিয়ে লাশ হয়ে ফিরল দশ বছরের শিশু সবুজ বৈদ্য। শুক্রবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জ-সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

তবে সবুজের স্বজনরা দাবি করেছেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি সবুজকে হত্যা করে নদীতে ফেলে দিতে পারে। কারণ কয়েকদিন পূর্বে মোবাইল চোর অপবাদ দিয়ে সবুজকে মারধর করা হয়েছিল। সবুজ ৬ নম্বর ওয়ার্ডের শিশু পার্ক কলোনির বাসিন্দা শংকর বৈদ্যের ছেলে।

একই সঙ্গে কোতোয়ালি মডেল থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে স্বজনরা দাবি করেন, নিখোঁজের কয়েক ঘণ্টা পরই থানায় সহায়তার জন্য জানানো হয়েছিল। কিন্তু থানা থেকে জানানো হয়, ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছে না।

শিশু সবুজের মা দিপু রানি বিশ্বাস জানান, বৃহস্প‌তিবার রাত ৯টায় আমার কাছ থে‌কে ২০ টাকা নি‌য়ে খাবার খে‌তে নতুন জামা কাপড় প‌রে বের হয় সবুজ। এরপর থে‌কেই সে নি‌খোঁজ ছি‌লে। অ‌নেক খোঁজাখুঁজি ক‌রেও পাইনি। আজ‌ নদী‌তে লাশ পেলাম। 

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, স্বজনদের অভিযোগ খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর