টাঙ্গাই‌লে মাই‌ক্রোবাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাহাত আলী (২০) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন। শ‌নিবার (২২ মে) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের দুবাইল (মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার) লিংক রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভো‌রের দি‌কে মহাসড়‌কের ম‌হেড়া ট্রেনিং সেন্টার মোড় এলাকায় ঢাকাগামী এক‌টি মাই‌ক্রোবা‌স নিয়ন্ত্রণ হা‌রায়। এ‌ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। নিহত যুবকের ঘাড় থে‌কে মাথা বি‌চ্ছিন্ন ও হাত কে‌টে প‌ড়ে যায়। আহত হয় আ‌রও দুইজন। 

তি‌নি আ‌রও জানান, আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ ছাড়া নিহতের মর‌দেহ গোড়াই হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

অভিজিৎ ঘোষ/এসপি