নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে জয় চন্দ্র মন্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। জয় চন্দ্র নওগাঁ রোডের হোসেন মটরসের কর্মচারী ছিলেন। তিনি উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার নাগাদ ওই দোকানে একটি ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় হঠাৎ জোরালো আওয়াজে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই যুবক উপরের দিকে ছিটকে পড়েন। এতে মাথায় মারাক্তকভাবে জখম হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ী মুকুল সরকার ঢাকা পোস্টকে জানান, জয় অনেক দিন ধরে এই দোকানে কাজ করছেন। একটি ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হন। মুমূর্ষু অবস্থায় তাদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পূর্বেই মারা যান বলে জানান তিনি।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপেক্স  জরুরি বিভাগের ডা. টিটু ঢাকা পোস্টকে বলেন, চাকা বিস্ফোরণের ঘটনায় আহত জয়কে হাসপাতালে নেওয়ার পূর্বেই মারা যায়।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শামীনূর রহমান/এমএসআর