আকাশ মিয়া

ময়মনসিংহের সদর উপজেলার ভুগলি গ্রামে প্রেমিকার বাড়ি থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়। নিহত স্কুলছাত্রের নাম আকাশ মিয়া (১৭)। সে অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার (২১ মে) রাতে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (২২ মে) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের সদস্য ভুগলি গ্রামের জিয়াউর রহমান, তার ছেলে নাজমুল ইসলাম, মেয়ে জেসমিন আক্তার, স্ত্রী রোজিনা আক্তার, ভাই জুলহাস মিয়া ও জেসমিনের চাচি নারগিস আক্তার।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ময়মনসিংহ সদরের ভুগলি নয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আক্রাম হোসেনের ছোট ছেলে আকাশের সঙ্গে বর্তমান ইউপি সদস্যে জিয়ারুল হকের ছোট মেয়ে জেসমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল।

প্রেমের সম্পর্ক থেকেই তারা পরিবারকে না জানিয়ে গত ২ মে কোর্ট ম্যারিজ করে। পরে বিষয়টি জানাজানি হলে গত বুধবার (১৯ মে) জেসমিন ফোন করে আকাশকে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে নিখোঁজ ছিল আকাশ।

পরে বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার রাত ৮টার দিকে ইউপি সদস্য জিয়াউরের বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ওসি ফিরোজ তালুকদার বলেন, নিহত আকাশের বাবা আক্রাম হোসেন ইউপি সদস্য জিয়াউর রহমানসহ মোট ১৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলার পর শনিবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।

উবায়দুল হক/এমএসআর