বৃষ্টির জন্য নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা
এক সপ্তাহ ধরে তীব্র তাপদহে অতিষ্ঠ হয়ে উঠেছে খুলনার জনজীবন। নেই বৃষ্টির দেখা। আর এই অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নামাজ ও আল্লাহর দরবারে প্রার্থনা করে কেঁদেছেন মুসল্লিরা।
শনিবার (২২ মে) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুরের ঐতিহ্যবাহী দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
নামাজে ইমামতি করেন দৌলতপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রশিদ আহমেদ। এ সময় মুসল্লিরা মহান আল্লাহর নৈকট্য লাভের ও গোনাহ মাফের প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন।
নামাজে দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, দেয়ানা জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ বিল্লাহ, সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাজমুল হাসান, মুর্তজা আল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মেহেদী হাসান আল হাদী, দেয়ানা মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মঞ্জুরুল ইসলাম হোসাইন, পিলখানা জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক, এস এম রুবাইয়াত হোসেন বাবু, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আব্দুস সবুর, গাজী আবদুল হালিম, লাচ্চু গাজী, শেখ আব্দুল মতিন লেবিনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরএআর