মানুষকে অপমান করার ফল একদিন পাবেন কাদের মির্জা
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বলেছেন, কাদের মির্জা অপরাধ করেছেন বলেই মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছেন। কাদের মির্জা যত মানুষকে অপমান করেছেন একদিন এর ফল পাবেন তিনি। আজ আপনার সঙ্গে দলের কোনো নেতাকর্মী নেই। আপনি ৪৭ বছরে ৪৭ হাজার নেতাকর্মীকে দল থেকে তাড়িয়ে দিয়েছেন।
শনিবার (২২ মে) রাত ১০টায় ফেসবুক লাইভে এসে মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, কাদের মির্জা সত্যবচনের নামে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সবার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমাদের আদর্শ। কিন্তু কাদের মির্জার অপরাজনীতির কারণে কোম্পানীগঞ্জের অনেক প্রতিভার অকাল মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জের অনেক রাজনৈতিক রাজনীতি ছেড়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনা মঞ্জু আরও বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কারও বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়নি এবং কারো থেকে ক্ষমাও চায়নি। আমরা দলের গঠনতন্ত্রবিরোধী কোনো কার্যক্রম করিনি তাই আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। কাদের মির্জাকে মন্ত্রী নাকি বলেছেন দল পুনর্গঠনের জন্য। আপনি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। আপনি দল পুনর্গঠনের কেউ না। আমরা আপনাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করছি।
উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা গত ৩১ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের ইশতেহার ঘোষণাকালে জাতীয় নির্বাচন, নোয়াখালী ও ফেনীর দুই সংসদ সদস্যের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে আলোচনায় আসেন। একপর্যায়ে তিনি বড় ভাই ওবায়দুল কাদের, ভাবি ইশরাতুন্নেসা কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও বক্তব্য দেন।
বিজ্ঞাপন
এসব বক্তব্যের কারণে কাদের মির্জার কাছ থেকে দূরে সরে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অনেক নেতাকর্মী। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনায় স্থানীয় এক সাংবাদিকসহ প্রাণ হারান দুজন। গুলিবিদ্ধ হয়ে আহত হন কমপক্ষে ৩০ জন।
হাসিব আল আমিন/এসকেডি