চুয়াডাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২২ মে) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেজাউল ইসলাম (৫৮) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৩ জনে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ মে রেজাউল ইসলাম ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়।
১৬ মে সংগৃহীত নমুনায় পরের দিন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর রেজাউল করিমকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার (২২ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় কোন নমুনা পরীক্ষার ফলাফল না আসায় করোনা আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৯ হাজার ৬০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ফলাফল এসেছে ৯ হাজার ৩৬৮ জনের।
তার মধ্যে ১ হাজার ৯২০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮০২ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১১ জন। এর মধ্যে রেফার্ড হয়ে জেলার বাইরে উন্নত চিকিৎসা নিচ্ছেন একজন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৬৩ জন।
আফজালুল হক/এসপি