প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনে মুক্তিতে অনশন ভাঙলেন মানবাধিকার কর্মী দেওয়ান আবদুল মালেক। রোববার (২৩) বেলা সাড়ে ১১টায় প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক তাকে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙিয়েছেন।

দেওয়ান আবদুল মালেক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।

শনিবার (২২ মে) সকাল ১০টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে তিনি অনশন শুরু করেন। প্রচণ্ড রোদের মধ্যে বসে রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করেছেন। রোববার জামিন হলে অনশন ভাঙেন।

এ ব্যাপারে দেওয়ান আবদুল মালেক ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিক রোজিন ইসলাম জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি তার সাংবাদিকতায় দুর্নীতি, অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের খবর তুলে ধরে আসছেন। দেশ ও জাতির জন্য এসব তথ্যপূর্ণ প্রতিবেদন করে তিনি জাতীয় নায়কে পরিণত হয়েছেন। এসব কারণেই তিনি আজ নির্যাতন-হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, সেদিন সচিবালয়ে তার গলা চেপে ধরে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছিল। তার বিরুদ্ধে তথ্য চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু আজ তিনি পুরো জাতির গণমাধ্যমের চেহারা হিসেবে দাঁড়িয়েছেন। তাকে হেনস্তা করা, কণ্ঠরোধ করা মানে গণমাধ্যমকে হেনস্তা ও কণ্ঠরোধ করার শামিল।

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করায় আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন, প্রচারমাধ্যমগুলো ও সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন। এ ছাড়া রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে দোষী ও দুর্নীতিবাজ আমলাদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন, যোগ করেন তিনি।

এ সময় সাংবাদিক আব্বাস আলী, রিফাত হোসাইন সবুজ, শামীনূর রহমান ও আইটি ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেন তপু উপস্থিত ছিলেন।

শামীনূর রহমান/এনএ