‘গুপ্তচরবৃত্তি’ ও ‘রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার’ অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। তার জামিন পাওয়ার খবর পেয়ে স্থানীয় ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা কাশিমপুর কারাফটকে রোজিনার অপেক্ষা করছেন। 

গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বৃস্পতিবার জামিন শুনানি হয়েছে। জামিন হতে পারে এমন ধারণায় সেদিন সারাদিন কারাফটকে অপেক্ষা করে সন্ধ্যায় জেল গেট ত্যাগ করেন সাংবাদিকরা। আদালত রোববার রোজিনা ইসলামের জামিন আদেশ দিয়েছেন। সাংবাদিকরা রোজিনার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেছেন। 

ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার জানান, আজ বাংলাদেশ ডিজিটাল জগতে প্রবেশ করেছে। রোববার সকালে রোজিনার জামিন আদেশ হয়েছে। কিন্তু প্রায় তিন ঘণ্টায়ও জামিন আদেশের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়নি। রোজিনা ইসলাম একজন নারী সংবাদকর্মী এবং একজন মা। রোজিনার মুক্তির জন্য তার সন্তান, পরিবারের লোকজন ও সাংবাদিকরা অপেক্ষা করছেন। দ্রুত কারামুক্তির দাবি জানিয়েছেন তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার ও জেলারের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেননি। 

শিহাব খান/এসপি