গাজীপুর মহানগরের পুবাইলের মাজুখান বাজার এলাকায় একটি ঝুটের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩) দুপুর দেড়টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের উপ-পরিচালক ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মাজুখান এলাকায় কাইয়ুম সরকারের মালিকানাধীন ঝুটের গুদামে বিভিন্ন শিল্প কারখানার পরিত্যক্ত জিনিসপত্র ও মালামাল রাখা হতো। দুপুরে সেখানে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ওই কারখানার গুদামে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

শিহাব খান/এসপি